Bagher Gal-文本歌词

Bagher Gal-文本歌词

Abinash Baul
发行日期:

বাঘের গাল

গীতিকার : প্রসেনজিৎ ওঝা

শিল্পী : অবিনাশ বাউল

সুরকার : অবিনাশ বাউল

সংগীত আয়োজন : বিজন দাস

২৮/০৯/২০২০

আমার গায়েতে লাগাইবো

সোনার ছাল।

সোনার ছাল রে ,

গায়েতে লাগাইবো সোনার ছাল।

টাকা দিলে মানুষ এখন

চাঁটে বাঘের গাল।।

ঘুস খোর সুদ খোর মজুদদার

কালো বাজারী দেশের নেতা।

এই সমাজে তার মূল্য বেশি

সবচেয়ে বড় যে ক্রেতা।২

জ্ঞানী গুনি এই দেশেতে

গাছের মরা ডাল।।

রীতি নীতি সংস্কৃতি

বন্দী এখন ভিউয়ের জালে।

প্রচারই প্রসার জানে সবাই

নাচছে সময়েরই তালে।।২

বিকাশ ছাড়াই হচ্ছে প্রকাশ

অযোগ্যরা পাড়ছে ফাল।।