এসো এসো কঁচিকাঁচা প্রজাপতি ফুল
মাছরাঙা টিয়ে এসো এসো বুলবুল,
এসো মুছি ঘনকালো
করি সব আলোআলো,
ছড়াতেই বাঁধভাঙা হেরার আলোক-
আহা ঈদ মুবারক ঈদ মুবারক।।
.
রাখবো না পৃথিবীতে আনবিক ধোয়া
জাগাবোই বুকেবুকে মানবিক ছোঁয়া,
ঝরাবো যে পথেপথে শেফালি বকুল
সারাক্ষণ সুর সাধা
পাখির পালক।।
.
রাখবো না ব্যথাতুর আকাশের চিন
রাখবো না শোকাতুর বাতাসের বীণ,
মহাত্যাগ মহীমার গান গেয়ে গেয়ে-
আনবোই নবতর ফাগুনের দিন।...
.
ঘরে ঘরে ঈদ হবে হবে কুরবানী
হাসিমুখে মেলে দেবো এই বুকখানি,
ছড়াবো যে দুইহাতে বারাকা অতুল-
এঁকে যাবো ওপারের
পথের স্মারক।।