কিসের বাড়ি কিসের ঘর
দম ফুরাইলে সবই পর
বন্ধু স্বজন পরিবার
রইবেনা রে কেহই কার।
আপনজনায় হইবে রে সব পর
ছাড়তে হবে সেদিন তোমার ঘর।
দালান কোঠা জমিদারি
কোটি টাকার দামি গাড়ি
থাকবেনা আর জারিজুরি
কোনই বাহাদুরি।২
রইবে নারে কিছুই তোমার
মাটির উপর।
ছাড়তে হবে সেদিন তোমার ঘর।
বিচারদিনের কাঠগড়াতে
বিচার যেদিন হবে
মোক্তার উকিল ব্যারিস্টারে
সংঙ্গে না কেউ রবে।২
পারের কড়ি ছাড়া যে আর
হইবে সবই পর।
ছাড়তে হবে সেদিন তোমার ঘর।
আপন আপন ভাবনা যাহা
কিছুই আপন নয়
সময়কালে করলে সাধন
হইবে সবই জয়।২
আরিফ বলে ভব মায়ায়
ভইজো না অন্তর।
ছাড়তে হবে সেদিন তোমার ঘর।