Macher Raja Ilish-文本歌词

Macher Raja Ilish-文本歌词

Saimum Shilpigosthi
发行日期:

মাছের রাজা ইলিশ আহা

ইলিশ মাছের রাণী

ইলিশ নামটি শুনলে আসে

জিভের ডগায় পানি।।

ইলিশ ভাজা হলে ঘরে

জানে পাড়ার লোকে

ভেসে ভেসে গন্ধটা যায়

পৌঁছে সবার নাকে।।

ভাজা মাছের গন্ধ শোঁকেই

ভরে যায় মনখানি।।

ডিমটা তাহার খুব সুস্বাদু

মাথাটা মচমচে

খেতে বসলে মন কি কারো

ভরে দু'একপিচে??

আচমকা এক স্বাদযে লাগে

ইলিশ মাছের ঝোলে

সরষে ইলিশ খেলে প্রাণটা

সতেজ করে তোলে।।

পদ্মা নদীর ইলিশ মানেই

মজা করে খানি।।