Prem (Explicit)-文本歌词

Prem (Explicit)-文本歌词

Shamoli Akter Joba
发行日期:

কিবা জাদু করলাইরে বন্ধু

কি মন্ত্র করিলা ?

প্রেমো বান মারিয়া আমায় (২)

দিওয়ানা বানাইলা

আমায়,

এমন পাগল বানাইলা

লোক সমাজে দোষী

তোমার লাইগা নিন্দা কথা

এই অন্তরে পুষি

শত কষ্ট সইগো আমি (২)

তোমায় পাবো বইলা

ওরে,

এক জনম নয় বন্ধু যেন

সাত জনমে তোমায় পাই

আহার আমার ভাল্লাগেনা

মন যে শুধু তোমায় চাই

নিদ্রা আমার নাই নয়নে (২)

ঘুম কেন কাড়িলা ?