বন্ধু তোমার লাগি
মন বড় বিবাগি
মনের কথা মনে লইয়া
কেমনে বলো থাকি
আসবা বইলা নাহি আইলা
দিয়া গেলা ফাঁকি
সরল মনে এতো দুঃখ
কেমনে বলো রাখি....
মন পাজরে দিবানিশি সুধু তোমারি কথা
দিন নাই রাত নাই ভেবে যায় অযথা
তুমি আমার মনের মানুষ
আমি তুমি বিনে বেহুস
তুমি আমার আধার ঘরের পূর্নিমারি চাদ...
****
পিছু ডেকে ডেকে মিষ্টি হাসি
দিতা যদি আমারে
ভালোবাসা কারে বলে
বোঝাইতাম তোমারে
তুমি বললে আনমু কাজী
যদি হওনা একবার রাজী
তুমি আমি দুজনেতে বাধবো সুখের ঘর