Tor Monete Naire Maya-文本歌词

Tor Monete Naire Maya-文本歌词

发行日期:

যায়না দেখা যায়না মাপা

হৃদয়েরই ক্ষত

দুঃখ দিলি বন্ধুরে তুই

দিলি অবিরত ।

তোর মনেতে নাইরে মায়া

নাইরে দয়ার ছিটা

পুড়তে পুড়তে অন্তর আমার

করলি ইটের ভাটা।।

আমার মত কেউতো তরে

ভাসবে নারে ভালো

ভুল বুঝিয়া করিসনা আর

পুইড়া অন্তর কালো।

তিলে তিলে মারিস নারে

দিসনা ব্যথার কাটা ।।

প্রেম দহনে পুইড়া আমায়

করিসনা আর ছাই

তুই ছাড়া আর এই অন্তরে

নাইরে কেহ নাই।

কতযে তরে ভালোবাসি

জানে আমার মনটা ।।