Jar Hariye Jay Moner Manush-文本歌词

Jar Hariye Jay Moner Manush-文本歌词

Mikail Hossen
发行日期:

পড়ে থাকা স্মৃতি আমার

মরে যাওয়ার ভয়ে

আবেগের বেড়াজালে

রাখে আমায় ঘিরে

তবু আমি বারে বারে

চাই শুধু তোরে

,,,যার হারিয়ে যায় মনের মানুষ

,,,সে তো শুধু বোঝে

,,,মনের মানুষ মন ভাঙ্গিলে

,,,কত ব্যথা লাগে

কারো চোখে জলের ফোঁটা

কারো মুখে হাসি

কারো কাছে ভালোবাসা

হয়রে গলার ফাঁসি

তবু আমি বারে বারে

চাইবো শুধু তোরে

মন কাঁদে চোখ বোঝে

তাই পরে পানি

ব্যাথা লাগে মনে আমার

কেমন আছো তুমি

তবু আমি বারে বারে

চাইবো শুধু তোরে