পৌষ এলো মাঘ এলো বরণ করে নাও
প্রজাপতির মত করে মন রাঙিয়ে নাও
পৌষ এলো মাঘ এলো বরণ করে নাও
শিউলী ফুলের সুবাসে মন রাঙিয়ে নাও
শিশির স্নাতো সকাল বেলায়
খেজুর রসে ডুবে যাও
আহা ! রসে ডুবে যাও।
লাউমাচাতে শুভ্র ফুল দেখেছ নাকি
জালি লাউয়ের সবুজ গায়ে ভ্রমরা দেয় যে উঁকি
পৌষ পার্বণে পিঠা পুলি খেতে লাগে ভালো
শীতের হাওয়ায় মল্লিকা যে
আভা ছড়ালো
আহা! আভা ছড়ালো।
মায়ের হাতের দুধ চিতই
খেতে লাগে খাসা
পাটিসাপটার নাম শুনে
জিভে জল আসা
গাঁদা ফুলের হলুদ বনে
মৌমাছি বসলো
পদ্ম যে অরুনিমায়
হেসে উঠলো
আহা! হেসে উঠলো