LOKKHI SONA-文本歌词

LOKKHI SONA-文本歌词

Fazlur Rahman Babu
发行日期:

এই বুকেতে বাঁধলাম একটা

ভালোবাসার ঘর।(২)

আদর দিয়া সোহাগ দিয়া

দিয়া এই অন্তর।

আমার লক্ষ্মী সোনা সেই ঘরে

রেখে ছিলাম যতন করে।

আনায় চিনলো না

দুঃখ আমার লক্ষ্মী সোনা

আমার হইলো না। (২)

১) শিকল বেরী দিলে আমার

লক্ষ্মী সোনার গায়।(২)

ব্যাথা পাবে তাই ভাবিয়া

শিকল দেই নাই পায়।

ভেবে ছিলাম মনে মনে

লক্ষ্মী সোনা পোশ মেনেছে।।(২)

জানা ছিলো না

পর কখনো যে আপন হয় না।

২) এই বুঝি কপালে ছিলো

ঝড়াইয়া দুই আখিঁ। (২)

জনমের মত লক্ষ্মী সোনা

দিয়া যাবে ফাঁকি।

ভালবাসায় কমতি ছিলো

তাই আমারে কান্দাঁই গেলো।(২)

জানা ছিলো না

পর কখনো যে আপন হয় না।