মন ভাঙ্গার বিচার দিব কারে
স্থায়ি
আমার মন ভাঙ্গার বিচার দিব কারে
মন ভাঙ্গার বিচার দিব কারে
আমার মন ভাঙ্গার বিচার দিব কারে
মন ভাঙ্গার বিচার দিব কারে
আদর যতন কইরা যারে
বাসিলাম ভাল
সে তো আমা ভুল বুঝিয়া
দুরে চইলা গেল
আমার মন ভাঙ্গার বিচার দিব কারে
মন ভাঙ্গার বিচার দিব কারে
অন্তরা
বুঝি নাইরে ঐ পাষানি
ভাঙ্গবে আমার মন
না বুঝিয়া কতোই তারে
করিতাম যতন
বুঝি নাইরে ঐ পাষানি
ভাঙ্গবে আমার মন
না বুঝিয়া কতোই তারে
করিতাম যতন
ভালবাসলে কাদতে হবে
বুঝি নাই আগে ,রে
বুঝি নাই আগে
আমার মন ভাঙ্গার বিচার দিব কারে
মন ভাঙ্গার বিচার দিব কারে
২য় অন্তরা
ঐ পাষানির মনে ছিল
শুধু বেঈমানি
তাইতো সে কইরা গেল
প্রেমের কুলখানি
ঐ পাষানির মনে ছিল
শুধু বেঈমানি
তাইতো সে কইরা গেল
প্রেমের কুলখানি
ভালবাসলে কাদঁতে হবে
বুঝি নাই আগে রে
বুঝি নাই আগে
আমার মন ভাঙ্গার বিচার দিব কারে
মন ভাঙ্গার বিচার দিব কারে