Valobasha Uruk Haway-文本歌词

Valobasha Uruk Haway-文本歌词

Faiza Joya&AF Saikot
发行日期:

আজকে না হয় সব বলে দে

কাল থাকুক বাকি

আজকে ভীষণ ভালোবাসরে

কালকে দিস ফাঁকি

ঐ তারায় তারায় দে ছড়িয়ে

আমি শুধু তোর

ভালোবাসা উড়ুক হাওয়ায়

ভাসোক তেপান্তর।।

মন মাঝি তোর দ্বার টেনে ধর

যাবো অজানায়

খুঁজবো তোরে নতুন ভোরে

সুখের ঠিকানায়

আকাশ নীলে মনের ঘুড়ি

হবে দেশান্তর।।

প্রেম যমুনায় ঢেউ তুলে তুই

ফাগুন ডেকে আন

ঝর্না হয়ে ঝরুক খুশি

নামুক সুখের বান

প্রজাপতি রঙ ছড়িয়ে

রাঙাক মন প্রান্তর।।