Duti Moner Mil Hobe Aj-文本歌词

Duti Moner Mil Hobe Aj-文本歌词

Mohammad Jokishah
发行日期:

দুটি মনের মিল হবে আজ

সাজবে দুজন সুন্নতি সাজ

একলা চলার হয় অবসান

আসলো দেখো সুখের ক্ষণ

স্বাগতম শুভেচ্ছা, স্বাগতম

স্বাগতম

জানাই সুস্বাগতম।

(বর) ভাইএর স্বপ্নগুলো

আজকে সবই সত্যি হলো

(কনে) আপুর মধুর হাসি

থাকবে দু'জন পাশাপাশি

ঈমানের আজ পূর্ণতাতে

খুশি যে সবার মন

পবিত্রতার পরশ পেয়ে

দুটি প্রাণে সুর ছড়িয়ে

আনন্দ উল্লাসে মেতে

স্বর্গ সুখের আসন পেতে।

ব্যথার ভেলা ভাসিয়ে দিয়ে

থাকুক আজিবন