তোর প্রেমেতে দেওয়ানা বন্ধু
তোর দেখা না পাই।
ভালোবাসায় এতো যে জ্বালা
আগে তো বুঝি নাই।
পোড়া মুখ কোথায় যে লুকাই।
কলিজাটা পুইড়া হইলো ছাই।
একা ছিলাম ভালোই ছিলাম
ছিলো না তো ব্যাথা,
চোখে কতো স্বপ্ন ছিলো
ছিলো জীবনের শত কথা।
এখন আমার স্বপ্নও নাই
নাই রে জীবনের আশা,
হাজার মানুষের ভিরে আমি
হারিয়েছি জীবনের সব ভাষা।