Roser Pan-文本歌词

Roser Pan-文本歌词

KS Khudro
发行日期:

ও রঙ্গিলা ভাবি জান,

খাইয়া জানগো আগুন পান।।

এমন কইরা, বানায় দিমু,

খাইবেন বারে বার.

আপনি রসের খরিদ্দার,

অার আমি পানের দোকানদার।

আপনি কলিজা আমার…

আর আমি মনের দাবিদার…

চুন খয়ের আর ধইনা জিরা,

কাঠ সুপারির দানা…

নিজের হাতে খাওয়ায় দিমু,

কইরেন নাগো মানা…।।

এমন দেওরা, কোথায় পাবেন,

বলেনগো একবার..

আপনি রসের খরিদ্দার,

অার আমি পানের দোকানদার।

আপনি কলিজা আমার…

আর আমি মনের দাবিদার…

লাল ঠোঁটের ওই রাঙ্গা হাসি,

মন চুরি ঐ টানে,

কত রসিক হইলো পাগল,

বউ সোহাগী পানে (।।)

মুখে নিয়া পান চিবাইয়া,

কইরেন গো বিচার…

আপনি রসের খরিদ্দার,

অার আমি পানের দোকানদার।

আপনি কলিজা আমার…

আর আমি মনের দাবিদার…