ফেব্রুয়ারি
গীতিকবি :প্রসেনজিৎ ওঝা
সুরকার :প্রসেনজিৎ ওঝা
সংগীত আয়োজন : বিজন দাস
লেবেল :প্রোটিউন
৩০/০১/২০২৪
ফেব্রুয়ারি
তুমি ফুলে ফুলে
ঢেকে রাখো এই শহর।
গভীর সুঘ্রাণে কেটে যাক
আমার প্রিয়ার প্রহর।২
আমি কুড়াবো
সব কাঁটা সব পাতা।
তবু বুঝতে দেবোনা
বুকের ভিতরে
জমানো কতোযে ব্যথা।।
আমার আকাশ
নীলে নীলে গাঢ়ো হোক।
সব যন্ত্রণা লুকিয়ে রাখবো
দেখবেনা কোন চোখ।।২
অভিযোগ তুলে পুড়িয়ে দেবোনা
কখনো স্মৃতির খাতা।।
আমি কুড়াবো সব কাঁটা সব পাতা।
তবু বুঝতে দেবোনা বুকের ভিতরে
জমানো কতোযে ব্যথা।।
আমার পৃথিবী
ক্রমে ক্রমে হোক ফিকে।
তুমি না চাইলেও আমি চাই
এই প্রেম থাক টিকে।।২
হৃদয়ের কাছে পৌঁছাবে ঠিক
হৃদয়ের বার্তা।।