Tume Emon Kore-文本歌词

Tume Emon Kore-文本歌词

Sabikun Nahar Shikha
发行日期:

আমি এই দেখিলাম সোনার ছবি

আবার চাইয়া দেখি নাই ।

তুমি এমন করে ছেঁড়ে যাইবা দয়াল

আগে জানি নাই ।।

একি বাসা দুটি পাখির

কত যে আনন্দে থাকি গো

এখন তুমি কোথায় আর আমি কোথায়

কেহ আর কাউকে দেখি না ।

আত্না তে মিশাইয়া আত্না

কইছ কত মধুর কথা গো

এখন কারকাছে কই মনের ব্যাথা

কেহর ব্যাথা কেহ বুঝে না ।

এই দুনিয়ায় শেষের ঘরে

পরকালের হিসাব করে গো

তুমি কারে পাইয়া রইলা ভুইলা

আমার দিকে চাইলা না ।

সাধক হালিম বলে মন পাগলারে

তুইত একদিন জাবি ছেঁড়ে রে

কি হবে আর পিরীত করে

সেই দেশের নাই তুল না ।।

কথা ও সুরঃ সাধক হালিম বয়াতি ।