Ogo Maa-文本歌词

Ogo Maa-文本歌词

Mohidul Hasan Mon
发行日期:

ওগো মা

ওগো মা

তোমায় ভুলবোনা

ওগো মা

ওগো মা

তোমায় ছাড়বোনা

বড় হয়ে তোমার চোখের অশ্রু মোছাবো

সৎ উপার্জন দিয়ে তোমার দুঃখ ঘোচাবো

আমার জন্য সইছো মাগো

কত যন্ত্রণা

ওগো মা

ওগো মা

তোমায় ভুলবোনা

ওগো মা

ওগো মা

তোমায় ছাড়বোনা

বাবা কে দেখিনি

তোমায় দেখেছি

তোমার কাছেই জীবন যুদ্ধের

মন্ত্র শিখেছি

সুখে দুঃখে তুমি আমার

পরম শান্তনা

ওগো মা

ওগো মা

তোমায় ভুলবোনা

ওগো মা

ওগো মা

তোমায় ছাড়বোনা

তোমারি মমতায়

রেখো চিরদিন

এমনি করেই জমুক না হয়

স্নেহ মায়ার ঋণ

ওগো মা

ওগো মা

তোমায় ভুলবোনা

ওগো মা

ওগো মা

তোমায় ছাড়বোনা