পৃথিবীর কালো রঙে
হারিয়ে যেতে দিওনা তারে
ভালোবেসে আদর কোরে
নিও ডেকে, তারে ,ঘরে
ঘুটঘুটে কালো পথেই
হারিয়ে যেতে পারে
ছিনি মিনি খেলার মতো
খেলতে দিও না তারে
জীবনের খেলাঘরে
খেলছে কে ? তারে নিয়ে
মন শরীর, দিনে দিনে
দিচ্ছে কে ? বিষিয়ে
পৃথিবীর আলোয় এনে
দিও, তারে পথ দেখিয়ে
পৃথিবীর কালো রঙে
হারিয়ে যেতে, দিওনা তারে
ভেবে ছিলো একটি মা
ভেবে ছিলো, বাবা
স্বপ্ন পূরণ করবে ছেলে
মিটবে দুঃখ, দুর্দশা
মায়ের আঁকা ছবিতে এখন
কালো রঙের রেখা
ঘরের ছেলে করছে এমন
কালো,,
এমন,,, কালো ,,,নেশা
ফিরেছিল বহুবার
বলেছিল বহুবার
আর করবো না নেশা,
কিন্তু ?
বিফল তা বারবার
জীবনের খেলাঘরে
খেলছে কে? তারে নিয়ে
মন শরীর, দিনে দিনে
দিচ্ছে কে ? বিষিয়ে
তার আধারের আলো
ফিরে আনো ,একবার
জড়িয়ে রেখো হে
আলো দিয়ে তারে,,
আধারে যেতে দিও না
আর ,যেতে দিও না
বিনতি আমার, করো হে স্বীকার
হে পৃথিবী,, ফেরাও তারে ঘরে
তোমার আলো ভরিয়ে
একবার,, মাত্র। একবার
একবার