★আমায় ধরলো এ কোন ব্যাধিতে
কাজ হয়না আর কোনো ঔষধে★
দিন কাটে বন্ধুর আশায়!!আমার
ঘুম আসেনা রাইতে!ও বন্ধু লো
কাজ হয়না আর কোন ঔষধে
সাধ করিয়া পিরিতের নাও
ভাসাইলাম গাঙ্গে,
সেই গাঙ্গের-ই ঢেউয়ে এখন
আমার হ্রদয় ভাঙ্গে!!
একা একা প্রেমের তরী!!
পারিনা আর বাইতে!ও বন্ধু লো
কাজ হয়না আর কোনো ঔষধে
বুকের ব্যথা বাড়ছে চরম
আমার দিনে দিনে,
ছটফট করে মনটা আমার
প্রাণোবন্ধু বিনে!!
নাঈম কাটায় দুঃখের জীবন!!
থাকো তুমি শান্তিতে!ও বন্ধু লো
কাজ হয়না আর কোনো ঔষধে