Kalachand-文本歌词

Kalachand-文本歌词

Shaswati Dey
发行日期:

হায়রে বন্ধু কালাচাঁদ, তোমার লাগি গেল প্রাণ রে,

হায়রে বন্ধু কালাচাঁদ, তোমার লাগি গেল প্রাণরে

এগো, তোমার লাগি গেল আমার জান রে

হায় গো, তোমার লাগি গেল আমার জান রে।

হায়রে বন্ধু কালাচাঁদ তোমার লাগি গেল প্রাণ রে

হায়রে বন্ধু কালাচাঁদ তোমার লাগি গেল প্রাণ রে।

তোমার মায়ায় মজিয়া , তোমার চরণ ভজিয়া রে,

আরে ও....

তোমার মায়ায় মজিয়া , তোমার চরণ ভজিয়া রে,

আমার গেল গেল গেল কূল মান রে।

আমার গেল গেল গেল কূল মান রে।

হায়রে বন্ধু কালাচাঁদ তোমার লাগি গেল প্রাণ রে

হায়রে বন্ধু কালাচাঁদ তোমার লাগি গেল প্রাণ রে।

হইলাম তোমার কলঙ্কিনী, লোকের হইল জানাজানি রে।

আরে ও....

হইলাম তোমার কলঙ্কিনী লোকের হইল জানাজানি রে।

আবার ঘরে ঘরে করে কানাকানি রে,

আবার ঘরে ঘরে করে কানাকানি রে।

হায়রে বন্ধু কালাচাঁদ তোমার লাগি গেল প্রাণ রে

হায়রে বন্ধু কালাচাঁদ তোমার লাগি গেল প্রাণ রে।

হাসন রাজার মনেরই আশ, থাকতাম আমি তোমারি পাশ রে,

আরে ও....

হাসন রাজার মনেরই আশ, থাকতাম আমি তোমারি পাশে রে।

আমি চিরকালই হইতাম তোমার দাস রে

আমি চিরকালই হইতাম তোমার দাস রে।

হায়রে বন্ধু কালাচাঁদ তোমার লাগি গেল প্রাণ রে

এগো, তোমার লাগি গেল আমার জান রে

এগো, তোমার লাগি গেল আমার জান রে।

হায় রে বন্ধু, হায় হায় রে বন্ধু,

হায়রে বন্ধু কালা চাঁদ, তোমার লাগি, তোমার লাগি, তোমার লাগি গেল প্রাণ রে।

হায় রে বন্ধু কালাচাঁদ তোমার লাগি গেল প্রাণ রে।।