আছে বাকি কত কথা, বাকি হাতে হাত রাখা, বাকি আছে, কত পথ চলা। জীবনের পথে, মরণের সাথে, বাকি একসাথে হারিয়ে যাওয়া। যদি যাও দূরে, মাঝধারে ছেড়ে, এসো আবার ফিরে, সেই সুরে সুরে।। আলো আঁধারির নীল পাহাড়ে সেজে থাকে সে পাতা বাহারে, চল হারাবো দূর সাগরে ছোঁব না তাকে চুপিসারে। বার বার বুঝেছি আমি, শরীরের চেয়ে মনটাই দামি, আজও তুই কেনো নীরব নির্বিকার।।