লাল শাড়ির ঘুমটা দিয়া তিন কবুলে কইরা বিয়া বন্ধ যায় রে পরে বাড়ি আমি পড়বো সাদা কাপড় দিবো আসমান পাড়ি সে ঘুমাবে ফুলের বিছানায় আমি কবর স্তানে করবেরে সে নতুন সংসার নতুনজনের আগমনে হবে বন্ধুর ফুল সজ্জা খুশির ছড়াছরি আমি পড়বো সাদা কাপড় দিবো আসমান পাড়ি আত্মা আমার তার স্বপ্নে এসে করবে অঝরে কান্না আমায় দেখে সে চমকে যাবে সইতে পারবে না ভালোই থাকবে বন্ধু আমার ভাইঙ্গা জীবন তরী আমি পড়বো সাদা কাপন দিবো আসমান পাড়ি