চারিদিকে, যেন এক স্বপ্ন ঘোর । তোমার আমার ভালবাসার খবর, কি যেন কি আছে লেখা আধো আলো-ছায়ায় ডোবা, এই প্রহর । তোমাতেই মন মিলে মিশে একাকার... । কতোগুলো ভোর তোমার সাথে দেখা, তোমায় ভেবে লেখা কোন কবিতায় । আমার শিহরণেও তোমাকেই পাওয়া, তোমার স্পর্শে হারিয়ে গেছি। তোমার আমার সুরে, অপার এই মন ঘুরে, দূরে আবার নতুন করে নিভৃত সব ইচ্ছেগুলো তোর কামনায় পুড়ে ।