ও বাঁশি কেন ডাকে কি করে আমার মন ঘরে আর থাকে কে জানে বাঁশি ডাকে কাকে সুরে সুরে কার ছবি আঁকে ভুলতে পারিনা তাকে নিশিদিন কাজের ফাঁকে কেউ তো জানেনা বাঁশি কতটা বেহায়া ছল করে ডাকে, সে কি প্রেম, নাকি মায়া! বসেনা যে মন কোনো কাজে বলতে পারিনা কিছু লাজে আমার কলঙ্কে আমি জড়াতে চাইনা তাকে