কত শতাব্দী পার হয়ে আমি এলাম আবার ফিরে শুধু তোমায় দেখবো বলে হাজার কাজের ভীড়ে কত তুষারের ঝড় পেরিয়েছি হাসিমুখে তোমার প্রেমের আগুনের তাপে উষ্ণতা হয়ে, সুখে সে তুষার আজ আঁখিজল হয়ে মিশেছে স্বপ্ন নীড়ে কত সমুদ্র আগলে রেখেছি তৃষ্ণার জল দু চোখে এঁকেছি তোমায় দেখবো বলে যে বরফ জমে আছে অন্তরে, জল হয়ে যাবে গলে... কত মরুপ্রান্তরে ছাই হয়ে গেছি পুড়ে জোনাকির মতো জ্বলে নিভে গেছি, সময়ের পথ জুড়ে, তুমি নেই, তবু তোমারই সে ছায়া, রেখেছে আমায় ঘিরে...