Mone Dukkho Deo Na-文本歌词

Mone Dukkho Deo Na-文本歌词

Sojib Shan
发行日期:

মনে দুঃখ দিওনা ব্যাথা সইতে পারবো না বেশী ভালোবাইসোনা শেষে অবহেলা কইরো না। তোমার হাতে হাত রেখেছি করেছি বিশ্বাস নরম বুকে মাথা রেখে নিব যে নিঃশ্বাস-2 হও যদি ঐ পোড়া বাঁশি গান শুনাবো রাশি রাশি সেই গানেরো সুর শুনিয়া হইবা দিওয়ানা। এত মায়া দিওনা মায়া দিয়া ভুইলা জাইয়্যো না-2 থাকবে যত দিন চন্দ্র সূর্য ছাইড়া যাবনা তোমাকেই ভালোবাসি চাই যে লাখো বার অবুঝ হব তোমার প্রেমে আমি বারে বার-2 যদি হও সবুজ পাহাড় রোদ, বাদলে রবো তোমার থাকিব ভেসে কাছে কাছে তোমার সীমানা এত কাছে আইসোনা কাছে আইসা দূরে জাইয়ো না-2 থাকবে যত দিন চন্দ্র সূর্য ছাইড়া যাবনা