এতো কষ্ট নিয়া বুকে ক্যামনে ভালো থাকি, মনের মরন হইছে আমার দেহের মরন বাকী। আজ অবধি পাইলাম না সুখ আর পাবো কোন কালে, সুখ যে আমার নাই রে লেখা এই পোড়া কপালে....।। যখন আমার বোঝার বয়স হৃদয় কাঞ্চা সোনা, আমায় তুমি প্রেম শিখিাইয়া জাগাইছো বাসনা। যখন আমার বোঝার বয়স হৃদয় কাঞ্চা সোনা, আমার মনে প্য়রেম পিরিতের জাগাইছো বাসনা। যাইবা যদি বান্ধিলা ক্যান মিছে মায়াজালে...।। আমার বুকে বাইন্ধাও বাসা বন্ধু থাকে দুরে, কারে নিয়া দুর আসমানে বেড়ায় উড়ে উড়ে। আমার বুকে বাইন্ধাও বাসা বন্ধু থাকে দুরে, বন্ধু বিনে অন্তর আমার যায় রে পুড়ে পুড়ে। জানলে কি আর মন ভাসাইতাম বৈরী হাওয়ার কালে...।।