Amar Praan Bangladesh-文本歌词

Amar Praan Bangladesh-文本歌词

John Sumit
发行日期:

মনে মনে প্রাণে প্রাণে মনে মনে প্রাণে প্রাণে সুর ওঠে গানে গানে নৌকা দাঁড় মাঝি টানে বাউল আর ভাটিয়ালি কীর্তন জারি সারি মুর্শিদী গান মোর প্রাণে সবই নিয়ে আমার এদেশ আমার প্রাণ বাংলাদেশ আমার প্রিয় মাতৃভূমি আমারই বাংলাদেশ।। এদেশের ফুল ফল নদী খাল বিলে ক্ষুধা তৃষ্ণা মেটে বাঁচি সবে মিলে (আমি) দুঃখ পেলেও সয়ে যাই মনে কোনো অভিযোগ নাই।। এদেশের মাটি ভাই মায়ের মমতা মাখা যত দূরে যাই তবু হৃদয়ে থাকে আঁকা (আমি) বার বার ফিরে আসি তাই এদেশের তুলনা যে নাই।।