নামাজ পড়ো জিকির ধরো করো তেলাওয়াত দুহাত তুলে অশ্রু ফেলে করো মোনাজাত। যত চাওয়া নাও চেয়ে আজ চাওয়া পাওয়ার রাত মহিমান্বিত রজনী লাইলাতুল বরাত।। এই রাতে খুলে দেন আল্লাহ্ রহমতের দ্বার পাপী বান্দা চাইলে ক্ষমা হোন আরো উদার।। ভালোবেসে আল্লাহ্ তারে করেন মাগফেরাত।। যত চাওয়া নাও চেয়ে আজ... মনে প্রাণে এই রাতে তাঁর করো উপাসনা চোখের জলে দাও গড়িয়ে জীবনের সব গুনাহ।। তাসবি তাহলিল জপে আজি হও অনুতপ্ত প্রভুর প্রেমে বিলিন হয়ে হৃদয় করো দীপ্ত।। ইবাদাতে থাকো মাশগুল আজকে সারা রাত।। যত চাওয়া নাও চেয়ে আজ...