আসো বন্ধু আসো কাছে ভালোবাসবো তোমায় রাখবো তোমায় লুকাইয়া আমার বুকের ভেতরটায় প্রাণ থাকিতে বন্ধু তুমি আমায় দিও দেখা চইলা গেলে সাত আসমানে থাকবা তুমি একা চোখে আলো থাকতে তোমার দেখতে চাই মুখখানা করলে বারণ বন্ধু তুমি ভাঙবে যে মোর বুক খানা।। প্রাণ থাকিতে বন্ধু তুমি... দেখতে তোমায় পাইলে আমার জুড়াই তো বুক খানা করলে বারণ শুনে না মন মানে না কোন মানে।। প্রাণ থাকিতে বন্ধু তুমি..